ভালবাসার ফাতনা ডুবে
          প্রেমের দরিয়ায়;
স্রষ্টার প্রেমে সৃষ্টি শোভে
          স্বর্গ-নরক ন্যায়।
বড়শীতে আধার গেঁথে
          ভালবাসার মনে-
ইনিয়ে-বিনিয়ে প্রেম করি
          বন্ধুয়ার সনে।
বন্ধু যদি গিলে টোপ
          ফাতনা তবেই ডুবে;
মানব জনম সিদ্ধি হবে
          স্বর্গ ফুলে শোভে।


ভালবাসার ফাতনা ভাসে
          পিরিতের ঝিলে ;
ইচ্ছে হলে টোপ টানে
          লাগলে বন্ধুর দিলে।
দিচ্ছে ঠোকর মনে হলে
          খাচ্ছে মাঝে-মাঝে;
সুযোগ বোঝে দিচ্ছে টান
          বে-শরমের লাজে।
রসিক জনের ছিপের টানে
          বিঁধে যদি বুকে;
সুতা টেনে ডাঙায় তোলে
          জানে শত লোকে।


ভালবাসার ফাতনা উড়ে
          সুখের আকাশে;
মনের সাথে মন মিশিয়ে
          পেল পাখা সে।
উড়ছে সুখে গাইছে মুখে
          কুহু-কুহু গান;
লোক-মুখের জয়ধ্বনি
          আল্লাহ মেহেরবান।
স্বার্থ তবে সিদ্ধি হলে
          ভক্তের হৃদয় বিষে;
অনুরাগের সুতা ছিঁড়ে
          পায় না খোঁজে দিশে।