শিস দিয়ে যায় দোয়েল যখন
শিমের মাচার আড়ে;
উদলা মনের ভাবনা তখন
আমার হৃদয় কাড়ে।


বিহান বেলায় সুরের লগন
মায়ের ভাষার গান;
আপন সাধন বিভোর মগন
জাগায় উতল প্রাণ।


মায়ের ভাষার মধুর বচন
মায়াবী তালের সুরে;
বিহগী গলায়  প্রভাত সূচন
বাংলার আকাশ জুড়ে।


আর কেউ নয় ভাষার তর্জন
বাংলার মতন করে;
বুকের রক্তে বিভাষা বর্জন
মায়ের ভাষার তরে।


ডাকছে শাখায় শালিক ঝোঁটন
বনের হাজার পাখি;
তাদের মুখের বাংলায় ফোটন
ধাঁধায় জমাট আঁখি।


পাখ-পাখালির ডাকে যেমন
মায়ের ভাষার চাষ;
ফেব্রুয়ারির একুশে তেমন
আট-ফাল্গুনের মাস।