আসমান চুইয়ে দুঃখ ঝরে
বিপদাপদের কালে,
হৃদয় জোড়া আপন যারা
তারাও দূরে ঠেলে।


নিয়তির ঘোড়া পাগলা হলে
শুনে না কারো কথা;
সোজা পথ ছেড়ে বাঁকা চলে
কষ্ট বাড়ে যেথা।


বিধাতা তখন বিমুখ থাকে
আরও হয় কঠোর;
দূরের জঞ্জাল কাছে এনে
আপনি লাগায় ঘোর।


পৃথিবীর তাবত রঙিন স্বপ্ন
হয়ে যায় ফ্যাকাসে;
আঁধার রাত নেমে আসে
বিষাদ ভরা আকাশে।


ঘোর বিপদের কালিমা কেটে
যখন আসে ভোর;
সুবিধা সন্ধানী বন্ধু-স্বজন
তখন খোলে দোর।


বিপদাপদে পাশে থাকে যে
দুর্দিনের বন্ধু-জন;
এমন স্বজন পাবে ক’জন-
নির্লোভ দরদী মন?