বিড়াল তপস্বী গুরু
সেধে বেঁধে আস্তানা;
          শিষ্যরে ডেকে হেঁকে
          মদির গন্ধে মস্তানা।


নেশায় মত্ত শিষ্যকুল
দুই-জনাতে অন্ধ-
          ভক্তের ভক্তি ফুরায়
          গুরুর দৃষ্টিতে মন্দ।


প্রভু যখন অপ্রসন্ন
ভক্তের পানে না-চায়;
          শেষে পায় দুনিয়ায়
          বঞ্চিতরা হায়-হায়।