ধ্যানে ধ্যানী বক
          চেয়ে থাকে জলে;
মাছ খেতে শখ
          সাধু সেজে ছলে।


এক দৃষ্টে চায়
          যেন চিন্তা মগ্ন;
যদি কিছু পায়
          এলে শুভ লগ্ন।


খাবে পেট পুরে
          সুখে যাবে দিন;
ধীর পায়ে ঘুরে
          পর ক্ষতি-হীন।


তবু লোকে বলে
          মন্দ বক-ধর্ম;
খায় শুধু ছলে
          এযে তার কর্ম।