বলে দিতে চাই, যদি হারিয়ে যাই
সময়ের অন্ধ-গলিতে;
বলে দিব-তা, বলিতে চাহিয়াও যা
কখনো পারিনি বলিতে।


ক্ষুধার্ত মৃত্যু-দূত খাই খাই করে
কখন যে খাবে খাবার;
নষ্ট-জিহ্বায় ভুলে যা বলে ফেলেছি
ফেরত দেবে কি আবার?


সেই বলা কথায় যে পেয়েছে ব্যথা
তা ঘসে-মেজে করে সাফ;
মিষ্টি হাসিতে মধুর আবেগে পুনঃ
চাই মিনতি-সুরে মাফ।