ঐরাবত বাঁধা ক্ষীণ রশিতে, আছে রাস্তার ধারে;
আগন্তুক ভেবে না পায় কূল, দেখে বার-বারে।
মুক্তির স্বাদ চাহে না কে আপন আলয়ে যেতে?
প্রবল বাঁধা দুর্বল বাঁধনে পরাধীনে রয় মেতে।


কৌতূহল মনে মাহুতেরে বলে, হাতিটি কেমন-
বাঁধন ছিঁড়ে স্ববশে কেন যায় না গহীন বন?
স্মিত হেসে মাহুত কয়, শোন হে নব্য পথিক,
যেদিন বাঁধনে বাঁধি তারে, ছিল দুর্বল অধিক।


অপচেষ্টায় কেটেছে দিন, পারেনি ছিঁড়িতে রশি;
প্রাত্যহিক পুন-পুনঃ ব্যর্থতায় রহে পরের বশী।
এযাবৎ তার ভাবনায় গাঁথা- ব্যর্থ হবে পুনঃ;
রশিটি শত চেষ্টাতেও ছিঁড়িবে না আর কোন।


অসিদ্ধ কর্ম সিদ্ধিলাভে করেনি সে-তার চেষ্টা;
সক্ষম তবু বদ্ধমূলে আঘাত করেনি-তা শেষ-টা।