শ্মশ্রু ধারণ করিয়া বুঝিলাম শেষে-
বয়স আমার হয়েছে ঢের, এত দিন ছিলাম ছদ্মবেশে।


তেলকালি মাখা বাহ্যিক জাঁকালো কেশ
কাকের পুচ্ছে ময়ূর পেখম গেঁথে;
উচাটন মনের তৃপ্তি নিতে ধরেছি বেশ
দুধের স্বাদ ঘোলের মাঝে পেতে।


রশিতে কি বেঁধে আট্‌কায় দেহের বয়স
মনের বয়স যদিও বাড়েনি কবু;
রঙের মাঝে বেরঙ হয়ে নেমেছে ধ্বস
সে গোপনে আঁতাঁত করেছে তবু।


বেলা যে গড়িয়েছে মনে কাটেনি দাগ
নবোদিত তারুণ্য বহতা পুরা;
শ্বেতশুভ্র কেশ মুণ্ডি নিবু-নিবু চেরাগ
দিনে-দিনে দেহ হল যে বুড়া।