ও দয়াল-
এমন একটা সাবান দাও-গো মনটারে করবো সাফ;
মনের মাঝে দাগ লাইগাছে কঠিন কালা পাপ ।।


সাদা মনে জনম নিয়া আইছি দুনিয়ায়-
দিনে-দিনে হইলো কালা পাপে-তাপে তায়;
বেভুল পথে চলতে গিয়া বইসা গেছে কালির ছাপ-
মনের মাঝে দাগ লাইগাছে কঠিন কালা পাপ ।।


বয়স যত বাড়ছে, বাড়ছে মনের কালি,
হেলায় হেলায় বেলা গেল পূণ্যের থালা খালি;
আন্ধার রাতের বিষম পথে বইসা করছি অনুতাপ-
মনের মাঝে দাগ লাইগাছে কঠিন কালা পাপ ।।


লোভ-লালসায় অন্ধ পাপী খুঁজি সাদা মন
অন্তর এবার করবো সাফ এই করেছি পণ;
দয়াল তুমি এই অধমেরে কইরা দেও গো মাপ-
মনের মাঝে দাগ লাইগাছে কঠিন কালা পাপ ।।