(১)


আম-জাম-কাঁঠাল-লিচু আছে যত ফল;
সময় মত বেশী খেলে গায়ে বাড়ে বল।
মিষ্টি ফলে মধুমেহ-
তিতা-টা খায়না কেহ;
টক-স্বাদ মনে হলেই জিবে আসে জল।


(২)


শিয়াল খায় কাঁঠাল ফল, বাদুড়ে লিচু;
বোকা-কাক আম খেতে চেষ্টা চালায় কিছু।
খোকা-খুকি গাছ তলায়,
টগা ভাই জাম ফেলায়;
একটা জামের আশাতে ঘুরে পিছু-পিছু।