তৃণাসনে বাসনা বাঁধিয়া শিখরে গড়ি বাস;
আপনি পাইবো সবই, পাইতেই সকল আশ।
দিবা-নিশি ফ্যাসাদে বাঁধিয়া নিজেরে হাঁকি;
কেমনে তারচে বড় হবো তা নীরবে আঁকি।


তৃণ-ডগায় লক-লক ভীতে কাঁপে অবয়ব;
তবু পাইতে নানা ফন্দি-ফিকিরে চাই সব।
আহা-রে ফেনায়িত মন, কেন উপচায় না?
ভরে না নিজের সর-হদ্দ চাওয়ার বাহানা।


এক গুনা দুই, দু’য়ে ছুঁইছুঁই পাপের সীমায়;
গড়িয়ে পড়ে জ্বালানির মতো তাপের চুলায়।
যবে বাষ্পায়ন লোভে জ্বলবে পাপের অগ্নি;
তখনি একে’কে দূরে যাবে বন্ধু-ভ্রাতা-ভগ্নি।