কলমের কালি ফুরিয়ে গেছে
কেমনে লিখিব মানুষের কবিতা?
চোখের জল শুকিয়ে গেছে
দেখে মনুষ্যত্বের নির্মম বৈরিতা।


নাফ! তোমার বহমান জল
রোহিঙ্গা মুসলিমের রক্তে রঞ্জিত;
বিশ্ব বিবেক হয়েছে বিফল
মানুষের মানবতা আজ শঙ্কিত।


আর কলমে কালি ঝরে না,
ঝরছে রক্তের লোহিত ধারা;
চোখ হতে অশ্রু ঝরে না
তাই অগ্নিস্ফুলিঙ্গ চোখ ভরা।


হাতেতে কলমের আগ্নেয়াস্ত্র
কালিহীন অগ্নিশিখার লালিমা;
কবিতার পাতা নগ্ন-বিবস্ত্র,
অশালীন শব্দ ছাড়িয়েছে সীমা।


মিঠে কথায় চিড়ে ভিজে না
ছন্দের তালে ভুলে না অসুর;
তাই আর কবিতা লিখব না
ক্ষমা হবেনা অমানুষের কসুর।


নাফ! তুমি-তো রাজ-সাক্ষী
প্রকৃতির আদালতে হবে বিচার;
জালিমের জুলুমের যে রক্ষী
নির্যাতিতেরে কর শক্তি সঞ্চার।