করুনার জ্বরে বিশ্ব কাঁপে
ত্রস্ত হয়ে ছুটে লোক;
বাংগালীরা ভয় করেনা
আছে তাদের চিত্তসুখ।


যদি বলি ঘরে থাকুন
বাইরে যাওয়া নিষেধ;
হেসে বলে বাল্লাগেনা
কেমনে করি আত্মচ্ছেদ।


ছোট ছেলের জামা নাই
আমার লাগে লিপস্টিক;
ঈদের দিনে সাদামাঠা
বেরনো কি হবে ঠিক?


ননদ-জামাই এলো বাড়ী
ঢাকা থেকে বহুদিন;
লকডাউনে আটকা পড়ে
বেশ টাকা করে ঋণ।


মাইক্রোতে এলে তিনি
লোকে কয় রাখ বন্দি
পাড়া-পড়শির কাজ নাই
শুধু করে বদ-সন্দি।


ঠোঁট বেঁকে আরও বলে
করোনা কি সবার হয়;
বাছাবাছি যারা করে
তারাই পায় বেশী ভয়।


আসলেই কি কথা ঠিক
বেহুঁশ যারা মরেনা;
অন্যের যারা ক্ষতি করে
পাপে তাদের ধরেনা।


তা-হলে মরতো শত
এই দেশের রিলিফ চোর;
করোনা আর আম্পান শেষে
আসতো দেশে নতুন ভোর।