হৃদয়ে যন্ত্রের ছোঁয়ায় যান্ত্রিক মানুষ
ভুলেছে প্রেমের পরশ;
যান্ত্রিক ভালবাসারে করেছে আপন
ত্যাগী পিতৃত্বের ঔরস।


ক্ষীণ রক্তের বাঁধন টুটে স্বার্থের ঝড়ে
ছুটেছে আপন কাজে;
সময় নাই একান্তে একটু দিব সময়
আপন জনের মাঝে।


ভালবাসা প্রকৃতির সব প্রাণের তরে
বৈশ্বিক আবেশে বাঁধা;
ধরণীর বন্ধু প্রাণ, যন্ত্র বিরোধী জীব
যথা কালো আর সাদা।


সভ্যতার ভ্রান্ত পথে ছুটন্ত মানুষ যেন
বাঁধা পড়েছে করোনায়;
স্বেচ্ছায় গৃহবন্দী আপন জনের মাঝে
দূরীভুত করেছে অন্যায়।


একটু হয়েছে সময় প্রিয় জনের সাথে
একান্তে কাটাতে দিন;
যান্ত্রিক হৃদয় বিনাশ করে জৈবিকতায়
করোনা দিয়েছে ঋণ।