করোনার ভয়ে কাশতে গেছি ভুলে
খুস-খুসে লাগলে বুকটা উঠে দুলে;
গলায় বুঝি বিঁধে ঐ করোনার হুলে।


গা করে ম্যাজম্যাজ এই হয়েছে শেষ
কপালে দিয়ে হাত মাপি জ্বরের লেশ;
করোনার লক্ষণে দিচ্ছে এবার ঠেস।


ভয়ে কাঁপে বুক করছে ধুক-ধুক
নিশ্বাস কত দীর্ঘ দিচ্ছি মাপজোক;
বুকে যদি চাপে করোনারই পোক।


ভয়টা যতই বাড়ে দেহটারে মারে
চিন্তা করে শেষ কে রুখতে পারে;
সেবালয়ে নিই জলদি এবার তারে।


আঁধার ঘরের সাপ করে না মাপ
ছোবল যদি মারে দিচ্ছি উচ্চ লাফ;
ক্ষমা চেয়ে নিচ্ছি করছি যত পাপ।


খাওয়া-নাওয়া ঘুম হচ্ছে না ধুম
করুনার ভয়ে বন্ধ সবার রুম;
চিনি না কেও এলে আপন কুটুম।


কাঁদে এবার সবে একান্ত নিরবে
বাঁচায় যদি প্রভু সুন্দর এই ভবে;
সিজদা দিয়ে বলি শুকরিয়া তবে।