হিংসায় জ্বলছো যেমন-
বেগুন পোড়া ভর্তা;
            পরের ভালায় পিত্তির জ্বলে
            ছলচাতুরীর হর্তা।


চোখ তোমার কথা বলে
অপরাধীর মতো;
            শাকে তত মাছ ঢাকে না
            দেখা যায় যতো।


লজ্জা যদি পেলে চোখে
মনের খটকা ঢাকতে;
            বেঙ দিয়ে বোয়াল শিকার
            প্রয়োজনে লাগতে।


বড়শী যখন বোয়াল গিলে
বেঙ যায় টুটে;
            ব্যঞ্জনার তৃপ্তি নিলে
            বেঙের জীবন লুটে।