মমতার মণি তুমি ভালবাসার খনি
তোমাকে পেয়ে আমি দুনিয়ার ধনী;
মা-মা-মা তুমি বেহেস্তের রৌশনী।


যার হৃদয়ে তুমি আছ মা শান্তিময়
সব দুঃখ দূর করে কষ্ট কর ক্ষয়;
শান্তির ছায়া ঘিরে রেখেছো নিশ্চয়।


তুমি যবে নাই মাঝে হৃদয়ে বাজে-
শূন্যতায় ভরে যায় যেকোনো কাজে;
সমাজের শুভকাজে পড়ি-গো লাজে।


মা-মা-মা তুমি, তুমিই অস্তিত্ব-
মনে-প্রাণে ভালবাসি এই কৃতিত্ব;
আমি যেন সেবা করি নিয়ে দায়িত্ব।