মগের মুল্লুক বানালিরে
মেরে সভ্য মুসলমান;
        দস্যিপনা গেলনা তোর
        নির্বিচারে নিলি প্রাণ।
বৌদ্ধ ধর্মের কলঙ্ক তুই
রাখলি-না ধর্মের মান;
        তোর ধর্মে কইছে-কি
        ভিন্ন মতের নিবি প্রাণ?


ইতিহাসে সাক্ষীদেয়
দস্যু তোর জাতের পেশা;
        পরের সম্পদ লুটেরা তুই
        যায়নি সেই নেশা।
পূর্বসূরি বাপ-দাদারে
স্মরণ করে পূনঃ দেখ;
        শায়েস্তা খাঁর শাস্তির কথা
        আছে শত উল্লেখ।


উমেদ খাঁর নাম শুনে
ভয়ে কাঁপে তোর দাদা;
        পুঁটিমাছের আত্মা নিয়া
        নাম জাগাস শাহজাদা।
বীর বাঙ্গালী মুসলমান
করবেনা কেউ ক্ষমা;
        প্রতিশোধী রোহিঙ্গার
        মনে আছে তাও জমা।


মগেরা সব রাখাইন
লেবাস-ধারী বৌদ্ধ;
        মগের মুল্লুক ধ্বংসে
        করবো মোরা যুদ্ধ।
মায়ের সম্ভ্রম ভায়ের রক্ত
বৃথা যেতে পারেনা;
        গায়ে পড়ে ঝগড়া করলে
        বীর-বাঙ্গালী ছাড়েনা।