শূন্য মনে কেমন আছো আমার বিহনে?
বেলা তবু কাটেনি যে জ্বলছি দহনে;
ওগো আমার হৃদয় হারা মনো-মন্দিরে-
জ্বলছি জ্বলা দিনে রাতে মমের বাতিতে।


জ্বালাও জ্বালাও সয়ে গেছি অন্ত:জ্বলনে
জ্বলে পুড়ে ছাই হয়েছি আশার ছলনে ।
এবার আমি নিজের কাছে নিজে বন্দিরে-
কেঁদে-কেঁদে পার করেছি নিঝুম রাতিতে।


মোর বন্ধ দুয়ার খোলে দিলে সাগর গহনে
ঢেউয়ে-ঢেউয়ে ভেঙে দিলে অত্যাগ-সহনে;
মিলন মালা মিলবে তবু এ কোন ফন্দিরে-
প্রেমের কুঞ্জে হেসে-খেলে লীলায় মাতিতে।