গ্রেহস্থের কাজের লোক সাজে রাজা-স্যার;
কাঁটা ঘায়ে নুনের ছিটা দিস না-গো আর।
এমনি মরি পেটের জ্বালায় দু’বেলা উপোস
ধান কাঁটার অভিনয়ে নেতায় করেন জোস।


কর্মহীন বেকার বাড়ছে শহর ছেড়ে গাঁয়ে;
টাকা নাই পয়সা নাই দাঁড়াই নিজের পায়ে।
তাও তোমরা মাঠে গিয়ে পা-দিয়ে মাড়াও
পাকা ধানে মই দিয়ে বুকের জ্বালা বাড়াও।


দোহাই লাগে ও নেতা, নেতার মতোই থাক;
ছল-চাতুরী বন্ধ রেখে ন্যায়ের কথা হাঁক।
তোমরা যখন মিথ্যা বল বুঝি মোরা সবি-
ত্রাণ সামগ্রী না বিলিয়ে উঠাও শুধু ছবি।


দেখাও তুমি বস্তা-বস্তা বিলাও ত্রাণের খাদ্য;
নিজে সেজে ত্রাণকর্তা নিজেই বাজাও বাদ্য।
ও আল্লাহ, হে ভগবান, শুন আমার নালিশ;
ওই নেতার চরিত্র কর ফুলের মতো পালিশ।