একদিন দুইদিন তিনদিন নয়, নয় মাস ব্যাপি
একটি কবিতা লিখেছিল বাংলার দামাল ছেলেরা।
কবিতার শিরোনাম ছিল ‘স্বাধীনতা’-
স্বাধীনতা?
হ্যাঁ, স্বাধীনতা। যার যবনিকা-
নয় মাসের রক্তিল শব্দ-সম্ভারে অলঙ্কৃত বিজয়গাথা।
অস্ত্রের ঝনঝনানির ঝঙ্কারে কবিতার শ্লোক কম্পিত,
আহা, কি দুর্দম্য সেই কবিতার আবৃত্তি;
শব্দবাণে ঢলে পড়ে শত্রুসেনা।
কবিতা লিখেছিল বীরাঙ্গনা তাদের সতীত্বের।
আরো লিখেছিল বিভিন্ন পেশাজীবী-
তাদের বহুমাত্রিক শ্লোকে।
নয় মাসের দীর্ঘ একটি কবিতা, লিখেছিল আমজনতা।
স্বাধীনতা শিরোনামে বাংলার পথে-ঘাটে-মাঠে;
ছন্দে-ছন্দে, তালের লয়ে পরাজিত হয় শত্রুরা
কবিতার শেষ স্তবকের অন্তমিলে লিখা বিজয় দিবস
নয় মাসের কবিতার বিজয় দিবস।
আজ পঞ্চাশ বছর পর সেই কবিতা আবৃত্তি করি।
শব্দের ঝন-ঝনানিতে ভেঙে যাক ঘুম-
কাব্যে আবারও যুক্ত হোক উপমা-রূপক-অনুপ্রাস
কবিতায় বিকৃত ভাব গুলি পুনশ্চ হোক নাশ-
ভোগ করি নির্মোহ স্বাধীনতার বিজয় দিবস।