অন্তর যোগে সেবি আপন পেশায়
লোভ নয় নিঃস্বার্থ কর্মের নেশায়;
সে-ই তো যোদ্ধা সেই তো মহত
শহিদের তকমা হেতু কর্মে নিহত।


সমাজ সেবক আর ন্যায়ের যোদ্ধা
বাঁচিলে গাজি-র মিলে মানব শ্রদ্ধা;
ইতিহাস মনে রাখে নিরন্তর যুগ
প্রেম-ভালবাসা হৃদে স্মরি অনুগ।


পেশাদার ডরে যদি নিজের কাজে
পলাতক সৈনিক কাপুরুষ সাজে;
অবজ্ঞায় আজীবন বেঁচে-ও মরে
এমন ঘৃণিত কাজ কেউ কি করে?