মা তুমি একটু হাসো, আমি দেখে যেতে চাই ।।
এখন আর ভয় করি না,
কারো আর ধার ধারি না,
হায়েনাদের হাত থেকে রক্ষা করেছি তোমায়।
মা তুমি একটু হাসো, আমি দেখে যেতে চাই ।।
তোমার ছেলে মরতে পারে,
অস্ত্র দিয়ে কত শত্রু মারে-
শত শত হানাদার পরাজিত হলো আজ ঢাকায়।
মা তুমি একটু হাসো, আমি দেখে যেতে চাই ।।
মা তোমার ছেলেদের সাথে
লাল-সবুজের পতাকা হাতে
নেচে-গেয়ে উৎসব করে তোমার বুকে গড়িয়ে যায়।
মা তুমি একটু হাসো, আমি দেখে যেতে চাই ।।
তোমার আর দুঃখ কিসে?
তোমার মেয়েরাও নয় পিছে,
কাঁধে কাঁধ মিলিয়ে তোমার বিজয়ের গান গায়।
মা তুমি একটু হাসো, আমি দেখে যেতে চাই ।।


রচনাকালঃ ১৬/১২/১৫
সময়- সকার১১ঃ০০টা।