নিদ ভেঙ্গেছে, শীত লেগেছে
শীতের বাড়ী কই?
ভোর বেলাতে কাঁপন ছেড়ে
খোকন ধরে বই।


বাবা ডাকে খোকন রে তোর
ঠান্ডা বুঝি লাগে?
খো্কন রেগে শাল খুলিলেই
শীত লাফিয়ে ভাগে।


দাদু লুকায় কাঁথার নীচে
দিয়ে মাথায় বালিশ,
বাতের ব্যাথায় দাদীর মাজায়
নিত্য করে মালিশ।


হাঁক ছেড়েছে হাওয়াই মিঠাই
লাল রঙ্গে টুক-টুক,
কিনবে খুকু জেদ চেপেছে
কেঁদে ভাসায় বুক।