ঘুমের ঘোরে চমকে উঠি
                পালঙ্ক কেন নড়ে?
ভূঁইকাপের এমন দাপটে
                থাকা যায় না ঘরে!
বিছানা ছেড়ে লাফিয়ে উঠি,
                অন্ধকার রুম!
গিন্নি রেগে চেঁচিয়ে বলে,
                ভাঙলে কেন ঘুম?


যেই বলেছি ভুমিকম্প,
                তাড়া-তাড়ি উঠ-
বালিশ মাথায় চাপা দিয়ে
                খোলা মাঠে ছুট!
গিন্নি তখন কেঁদে বলে-
                ‘কই আমার বাক্স?
সোনার গয়না টাকা-কড়ি,
                যা তুমি রাখছ’!


ধমকে বলি-'জীবন বাঁচাও,
                থাকনা ওসব পড়ে
আয়েস করে গায়ে দিও,
                যখন যাবে মরে'!
পড়ি-মরি করে সবাই-
                যখন বাইরে যাই
শীতের চাপে কেঁপে মরি,
                গায়ে কাপড় নাই!


লেপের নিচে শুয়ে ছিলাম
                চোখে মিষ্টি ঘুম
সারা অঙ্গে পরশ বুলায়-
                স্বপন পরীর চুম!
হঠাৎ রেগে হানলে কেন
                পাতাল পুরীর দানব!
রাজকন্যার মন না পেলে
                কি করবে মানব?


রচনাকাল-০৪/০১/১৬ইং (অদ্য ভোর ৫:০৫ টায় সংঘঠিত ভুমিকম্পের স্মৃতিতে লেখা।)
সকাল-১১:০০ঘটিকা।