তাঁহারি বন্দনা করি, যিনি সর্বময় :
বিরাজে ক্ষুদ্রাতিক্ষুদ্র হতে যত বড়-ই হয়!
পরমাণুর লক্ষ কোটি বিভাজিত কণায় যাঁহার উপস্থিতি-
বিশ্বের তাবদ বস্তুর চেয়েও লক্ষ কোটি গুণ স্ফীতি!


অবিচ্ছেদ্য, একক, নিরাকার, বিদেহী, বিবর্ণ-
সর্ব-ইন্দ্রিয় মিশ্রিত কর্মসম্পাদনে অসীমাপূর্ণ!
বিশ্বাসিবে নিশ্চয় তাঁহারি সৃষ্টি সবই,
সৃষ্টমূলে বিরাজিত অবয়ব তাঁহারই!


প্রকৃতির প্রাকৃত তিনি, সৃষ্টির স্রষ্টা,
অসীম বিশ্বের যত কর্ম তাহারই শেষ টা!