মানব দৃষ্টি জুড়ে বিশ্ব দেখি যত দূর-
সীমানা পেরিয়ে তা আরো বহুদূর।
যত দূরে বলি তা, নয় তার শেষ-
অসীমের মাঝে তায় একটুখানি লেস!


বুধ শুক্র প্রীথ্থি মঙ্গল সূর্য সন্তান
জগতের মাতা রূপে আলো করে দান!
দশ গ্রহি মাতৃ-সুধায় আবিষ্ট হয়ে
আঁচলের বাধা সূত্রে ঘুরে চারি ধারে!


চাঁদনী চলে আপন কক্ষ-পথে
গ্রহের আকর্ষে আবর্ত পরিধির হারে!
ধুমকেতু সেতুবন্ধ আত্মীয়তা সূত্রে-
যারা বংশধর পাশের জগতে,
খুঁজে ফিরে কে আপন কে পর-
সুদৃঢ় বন্ধনে মেহমান হয়ে বেড়াতে!


উচ্ছিষ্ট্য অনাকাঙ্খিত উল্কাপিন্ড
ঘুরে রাজপথে হানিবার তরে-
বৈষম্য, অনিয়ম, যাতে আছে,
তারই মাঝে মিলেমিশে সমতা গড়ে।


(চলবে--)