খোকন খেতে মুখ চটকায়
               খুকির জিবে পানি
টক-বরই খাওয়ার জন্যে
               নাতি ডাকে নানী!
গুটা-গুটা, কাঁচা-পাকা
               সকলই পেড়ে দাও
পড়শি-লোক দেবর ডেকে
               ভাবী করে ভাও!


টক বরই, দেশি বরই
               আহা কি যে মিষ্টি-
ভিন-গাঁয়ের রাখাল-
               ছেলের বন্ধুত্ব সৃষ্টি!
দুষ্টু-রাখাল ডালে উঠে
               চিনি বরই খায়-
নতুন বন্ধুর কাণ্ড দেখে
               আড়ে-আড়ে চায়!
খেয়ো না ওটা, ফেল জলদি
               পরাণে নাসয়
তুমি আমার প্রাণের বন্ধু
               সখি ডেকে কয়!


মগ-ডালে শুকনা বরই
               খয়েরি-লাল দেখতে
ধপাস করে নীচে পড়ে
               যখন ছিল ঝাঁকতে!
নতুন বউ পেতে স্বাদ
               দৌড়ে আসে হায়-
বরই কাঁটা বিধে পায়ে
               লজ্জায় পড়ে যায়!


বরই দিনে, বড়-ই মজা,  
               বরই ভর্তা খেতে-
লাউয়ের পাতায়, কাঁচা মরিচে
               একমুঠো পেতে;
সাথে মিশিয়ে শোলক-সজ
               একটু আখের গুড়
ঢেঁকিতে পাড় দিয়ে খায়
               সকাল সন্ধ্যে ভোর!

বাও কুল, আপেল কুল
               ঢাকাই কুল পেতে
সবার চেয়ে খাসা সে যে
               টক-বরই খেতে!
বরই দিনে, বড়-ই স্বাদে
               নতুন বন্ধু গড়ি-
নতুন স্বাদে, নতুন করে
               নতুন প্রেমে পড়ি!