কি যাদু করে বানাইলে এই দুনিয়া-
নাই রে খুঁটি নাইরে সুতা
আলগা করে রাখা কোথা,
কার টানে কে চলে-
ভেসে বেড়ায় কার বলে;
কার হুকুমে কি শুনিয়া-
কি যাদু করে বানাইলে এই দুনিয়া!!
ভেবে বলে জ্ঞানী মানে
সব কেরামত তিনিই জানে
যিনি এই বিশ্বনেতা
তার হুকুমের কর্মী সে তা
দিবা-নিশি চলে মানিয়া-
কি যাদু করে বানাইলে এই দুনিয়া!!
এ দুনিয়া ক্ষুদ্র অতি
বিশ্বের মাঝে এক রতি
মমতাময়ী সূর্যি-মাতা
উদরে তা মালা গাঁথা
আপন দূরত্বে চলে গুনিয়া-
কি যাদু করে বানাইলে এই দুনিয়া!!
যে দিন যাবে ছিন্ন হয়ে
বিনি সুতার বাঁধন ক্ষয়ে
দুনিয়া হবে ফানা
আছে যত মুনশিয়ানা
শূন্য গহ্বরে নিবে টানিয়া-
কি যাদু করে বানাইলে এই দুনিয়া!!