ছিটে-ফোঁটা বৃষ্টি,                      শিরে বর্ষে তুষ্টি
               খর গায়ে মাখিয়ে কি শান্তি!
সারা দিন বর্ষণ,                       বাতায়নে দর্শন
               পল্লী-গাঁয়ে ফসলের মাঠের কান্তি!


যদি ঘটে মাঘে,                       ফুল বসন্তের আগে
               সজীবতা ভরিয়ে দেয় প্রাণে!
তরুলতায় গর্জে,                     ডাল পালার তূর্যে
               নবপল্লবের  বিকশিত টানে!


শুচিবায়ী শান্তি পায়,                ঘরে বসে চা খায়
               ধুলো-বালি উড়ে না রাস্তায়;
হিম-শীতল বাতাসে,                মেঘ ভাসে আকাশে
               কি শান্তি খাবারের নাস্তায়!