আজ কবিতা হবে না, হবেই বা কেন?
মনটা খুব খারাপ! মন খারাপ থাকলে-
কবিতা লেখা যায় না, লিখতে মনে ছন্দ লাগে!
আর যখন ছন্দের খেই হারিয়ে যায়
তখন শব্দগুলো এলোমেলো হয়ে যায়।
কোন অনাহুত ঘটনা মনের ব্যবচ্ছেদ ঘটায়
ছন্দগুলোও ছিন্নভিন্ন হতে থাকে হৃদয় হতে।
ক্ষুদ্রাতিক্ষুদ্র মন-কণিকার ডিজিট গুলো অস্থির
উত্তেজনায় ছুটোছুটি করে, এদিক সেদিক।
উত্তেজক প্রশমিত হয়ে ধীরে ধীরে স্থিরতায়
না আসা পর্যন্ত মন হেরে যায়, অগোছালো থাকে।
তাই কবিতা হয়না, আজ আর কবিতা হবেনা।