মা,
ওমা-
মাগো...
তুমি শুধু শুধু কাঁদো!
ভাইয়া তো প্রতি বছর আসে, তোমাকে দেখার জন্যে।
শিমুল পলাশ ফুল হয়ে ফোটে ডালে, রক্ত লাল রঙ-
আমার ভাইয়ের রক্ত, যারা শহিদ হয়েছে ভাষার জন্যে ।
শহীদের রক্ত, তাই মাটিতে মিশে যেতে পারে না-
মা-মাটি এক হয়ে, ফুল হয়ে ফোটে, ঔ গাছের ডালে ।
কোকিল কণ্ঠে তোমাকে ডাকে, মা, ওমা, মা, মা...
আমরা শুনি কুহু কুহু, কিক-কিক ডাক বলে ।
ফাগুন এলেই ওরা আসে, তোমাকে দেখার জন্য-
তোমার ভাষায় কথা বলে-
কুহু-কুজনে ডাকে...
মা মা বলে!