১ম অংশের পর-


নাতি-  আর বোলোনা, আর বোলোনা দাদু! (কেঁদে ফেলে)
দাদু-   কেঁদো না, আর বলবো না ওরে সোনা যাদু
         ( নাতির চোখ মুছে দেয়)।
         দুঃখ-সুখের জীবন গড়া, বলতে নাহি পারি-
         ফিরে চলো এবার তবে, মায়ায় গড়া বাড়ি।
নাতি-  দাদু! মানে না যে মন-
         তোমার বাপ-চাচাদের কি হলো নেই ক্ষণ?
দাদু-   আহ! মনে করো না, মনে করো না সেই দৃশ্য-খানা
         পাড় ভেঙ্গে নদীতে ডুবে, আমার ছিল না জানা
         দাদার কোলে ঘুমিয়ে ছিলাম, যখন জেগে দেখি
         ফুফুর বাড়ির খাটিয়ার ‘পরে, কেমনে এলাম সে কি?
নাতি-  কি বলছো দাদু-
         তোমার দাদা নিশ্চয় জানে ঘুম পাড়ানি যাদু।
দাদু-   সকাল বেলায় ফুফা-ফুফু সকলের ছুটাছুটি
         আমি তাকাই ফ্যাল-ফ্যালিয়ে বসে গুটিসুটি।
         কেউ এসে হাত বুলায়, কেউ বা এসে কাঁদে
         তাদের কান্নায় আমার মনে করুণ খটকা বাধে
         (থরথরিয়ে কাঁপতে থাকে)
নাতি-  একি দাদু, কাঁপছো কেন? পড়ে যাবে তুমি।
         (ধরে ধরে) বসে পড়, ধরেছি তোমায় শক্ত করে আমি।
         (দাদুকে নিয়ে আস্তে-আস্তে বসে)
দাদু-   (কম্পিত কণ্ঠে বলে)
         বুড়ো-দাদা বেঁচে রইলেন আর গেল সব ভাসি।
         বাবা-মা চাচা-চাচী, আমার সবই খেল সর্বনাশী!
         ঘর গেল, জমি গেল, রইলো না কিছু বাকী-
         হৃদয়ের কষ্ট হৃদয়ে চেপে দিন কাটাতে থাকি।


         (চলবে)