আপন মহিমায়
      নিজ যোগ্যতা বলে
            হও আগুয়ান!
যত ন্যায়-
      সত্য প্রয়োগে তোমার
            ভূমিকা গরীয়ান!


নহে অনুকম্পা
      নহে বিশেষ ছাড়
            চাই পূর্ণতা!
কা-নারী হয়ে
      বেঁচে থাকা মানে
            নারীকুলে জীর্ণতা!


প্রেমের প্রতীক
      হয়ে জয় কর
            মানবতার সকল বাধা!
বার-নারী নহে
      ন্যায়ত: তুমি
            কর্মক্ষেত্রে হৃদয় সাধা!


নারী-পুরুষ নাহি বিভেদ
            দাও তারে সম-অধিকার!
বেলেল্লাপনা নহে
            মূল্যবোধের ন্যায়ত: অঙ্গীকার!


আসছে তোমাদেরই দিন
            আসবে সামনে আরও!
তিলে-তিলে যত বাধা-
            বিপত্তি আছে, হবে ক্ষয় তারও!


সেদিন নহে বেশিদূর-
            নারী সমাজের চালিকা শক্তি!
পুরুষ শাসিত সমাজ ভেঙ্গে
            নারীকে করিবে ভক্তি!


(কা-নারী= নারী সুলভ গুণের অভাব। কাপুরুষের স্ত্রীবাচক শব্দ হিসাবে ধরে নিলাম)