খাঁ খাঁ রোদ্দুর চৈত্রের দুপুরে
      খাল-বিল শুকনো
               পানি নাই পুকুরে!
কা কা ডাকছে কর্কশ কাক টা
      হেঁড়ে গলা ছেড়ে
               গোয়ালার হাঁক টা ||


তৃষ্ণায় বুক ফাটে শরীরটা ঘামছে
      কিছু দুর হেঁটে হেঁটে
               পথিক টা থামছে!
কুলফি-সরবত ফেরিওয়ালা হাঁকে
      তরমুজ ফালিটাও
               রসে ভরা থাকে ||


চৈত্রের বিকেলে কড়া রোদের বেলাতে
      বাতাসা, খেলনা
               পাওয়া যায় মেলাতে!
পাট ক্ষেতে নিড়ানিতে পালা-গান গাইছে
      ছোট-ছোট ছেলেরা
               কাদা-জলে নাইছে ||


ব্যাকুল বাতাসে ঘূর্ণিবাত হয়-গো
      ধুলাবালি মিশিয়ে
               ঘর ভাঙার ভয়-গো!
খরানিতে হয় শুধু যব কাউন চীনা
      চাষির বেলা কাটে
               খানাপিনা বিনা ||