কি খাঁচা বানাইলা কারিগর
                    বাতাসে করে নড়বড়।
এমন একটা পিঞ্জর বানাও যেন থাকে জনম ভর!!


খাঁচায় দিয়াছ কাঁচা বাঁশ
                    ঘুণে খাইয়া করছে সর্বনাশ।
নামি-দামি বার্ণিশ দিয়াও ঘুণে করে জরজর!


বার্ণিশ হয় যদি কড়া
                    দাও তোমার মন গড়া
বিগড়াইয়া যায় কড়া গন্ধে পাখির লাগে ডর!


খাঁচা বাঁধিয়াছ বন-লতায়
                    পানি লাগলেই পচে যায়
লোহার তারে শক্ত বাঁধলে ক্ষতি কি হয় তর!


কারিগর জানে তার খেলা
                     শুধু কাটায় দিন-বেলা
ইচ্ছামত খেলতে-খেলতে ভাঙে পাখির ঘর!
এমন একটা পিঞ্জর বানাও যেন থাকে জনম ভর!!