তোমার অকুণ্ঠ ভালবাসায় যদি আমার হৃদয়ে
কাব্য-ভাব জাগ্রত হয়, তবে তুমিও কবি।
যদি তোমার আন্তরিক প্রেরণায় ছন্দ মিলে যায়
তবে তোমার প্রেরণার ফসল বলে করতে পার দাবী।
কিন্তু দোহাই, আমায় নিয়ে করোনা খেলা-
অনাহুত নষ্ট করোনা আমার অমূল্য বেলা!


জানি তুমি ভাবছ, পেয়েছি এক মজনু-
তোমার ছেলে খেলায় কাটিয়ে দিবে এ’বেলা!
কাটাও, তোমার বেলা কাটাতে থাকো, থাকো খেলতে
আমার কবিতা গুলো পূর্ণতা পেতে থাকুক ডানা মেলতে।


মন্দ কি? তোমার হবে খেলা
কবিতার হবে ডানা মেলা!
এমনও তো হতে পারে, তোমার খেলা, আমার মেলা-
একাকার করে পাড়ি দিবো জীবন নামের ভেলা।