হাজার মানিক চাইনা আমি, শুধু তোমায় চাই
মা’গো আর কিছু না চাই, মা’গো আর কিছু না চাই ||


সব পাওয়ার সেরা পাওয়া তোমার স্নেহ খানি
সবার চেয়ে মিষ্টি লাগে মা তোমার মধুর বাণী
তোমার সোহাগ-আদর যেন সারা জনম পাই।
মা’গো আর কিছু না চাই, মা’গো আর কিছু না চাই ||


আমায় নিয়ে মা’গো তুমি কত স্বপন আঁকো
খোকারে তুই মস্ত হবি, ভাবনা ভেবে থাকো
মস্ত বড় হয়েছি মা শুধু- তোমার দেখা নাই।
মা’গো আর কিছু না চাই, মা’গো আর কিছু না চাই ||


এক টুকরা পোড়া রুটি অথবা ডাল-ভাত
খোকার তরে না খেয়ে ঘুমোতে সারারাত
সেই কষ্টের ফসল আমি, রঙের খাবার খাই।
মা’গো আর কিছু না চাই, মা’গো আর কিছু না চাই ||


লক্ষ-কোটি টাকা ঢেলেও আদর সোহাগ কই
অমূল্য সেই ভালবাসার অপেক্ষাতে রই
আপন গুনে ক্ষমা কর মা, বুকে দাও ঠাঁই।
মা’গো আর কিছু না চাই, মা’গো আর কিছু না চাই ||