ষড়্ঋতুর বৈশিষ্ট্যে আবিষ্ট জীবন
শীত-গ্রীষ্ম-বর্ষা সাজানো সে ক্ষণ!
জীবন চক্র যেমন বহে ঋতুচক্র ন্যায়-
ভাল-মন্দ সুখ-দুঃখ কাটাতে জীবন ব্যয়!
জীবনে যখন খরতা নিয়ে গ্রীষ্মকাল আসে
রুক্ষতায় দুর্বিষহ জীবন চলে হুংকার ত্রাসে!
বর্ষায় ঝর-ঝর জলধারা অবিরত যত বহে-
রুক্ষ মনে আবেগ তাড়িয়া নয়নে নাহি সহে!
অন্তরের জ্বালা মিটে মনের মেঘ সরে যায়
শরতের প্রফুল্লতা ফুটে ওষ্ঠ কোণে হায়!
হেমন্ত-জীবন যখন বহে শিহরণ অঙ্গে
প্রসন্নতা ঘিরে যেন থাকে নিত্য সঙ্গে!
জুজুবুড়ি থুত্তুড়ি জেঁকে আসে শীত-
মানব দেহ রঙ্গ লীলার কেঁপে উঠে ভীত!
জরা, অসাড়তায় জীবন সন্ধিক্ষণে-
প্রাণবায়ু বের হলো এই পড়ে মনে!
যদিও বা বসন্ত মানব কালে আসে
কৃতকর্ম ভুলে গিয়ে আনন্দে ভাসে।