আমি দুঃখের ফেরিওয়ালা, দুঃখ বেচি হায়;
হরেক রকম দুঃখ আছে কেনার মানুষ নাই।


দুঃখ নেবেন দুঃখ ?
সাদা-কালো দুঃখ!
সাদা দুঃখ ধব-ধবে, সবার চোখ ধাঁধায়ে যায়
অহংকারে পা পড়েনা যদি কাদা লেগে যায়।
কালো দুঃখ কুচ-কুচে, কেউ চোখে দেখে না
ব্যর্থতায় মুখ লুকায়, কেউ দেখতেই পায় না।


কেউ দুঃখ নেবেন কি ?
সাথে আরও কষ্ট ফ্রি !
কষ্টের রশি দিয়ে দুঃখের মালা গেঁথেছি-
দেহের প্রতি অঙ্গে থরে-থরে সাজিয়েছি!
দুঃখ না হয় দিয়ে দেব- কষ্ট দিয়ে বেঁধে-
তার জন্য পয়সা লাগবেনা, এমনি সেধে।


আজই শেষ দিন-
তাড়াতাড়ি কিনে নিন!
দুঃখ গুলো তরতাজা, এখনো বাসি হয়নি-
ফ্লেভার টাও অরিজিনাল, ফরমালিন দিইনি।
এবার যদি পচন ধরে বেচবো তবে কবে ?
না হয় তবে দুঃখ নিয়ে মরতে হবে ডুবে।


নেবেন ? দুঃখ আর কষ্ট-
তাড়াতাড়ি, হয়ে গেল নষ্ট!
সারাদিন ফেরি করি, কেও নিলো না দুঃখ
দেহ আমার জ্বলে-পুড়ে মন টা হল রুক্ষ!
এতো দুঃখ সাথে নিয়ে বাঁচবো আমি কেমনে?
মেঘনার জলে ডুবে মরি, বেচবো পর-জনমে।