এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ;
অদক্ষ জনবল আর, বেকারি নেই শেষ!
উন্নয়নে বাঁধা হয়, সবে’রে জানিয়ে দিন।
এসো হই কারিগর, শুধো জাতির  ঋণ!!


জনসংখ্যার ভারে, বেকারের বোঝা ঘাড়ে;
কর্মমুখী শিক্ষা দাও গড়তে হলে তারে!
কারিগরি শিক্ষা ছাড়া জাতি গতি-হীন।
এসো হই কারিগর, শুধো জাতির  ঋণ!!


শুধু কাগজেই নয়, দেহের কর ক্ষয়-
বুদ্ধি-জ্ঞান-প্রজ্ঞা দিয়ে, ভুবন কর জয়!
সোনার বাংলা গড়তে, আশু উদ্যোগ নিন।
এসো হই কারিগর, শুধো জাতির  ঋণ!!


লাগসই কর্মধারা, বাড়াও মনোবল-
এনে দিবে প্রচুরতা, জাতি হবে সচ্ছল!
দক্ষ কারিগর হলে, আসবে মধুর দিন।
এসো হই কারিগর, শুধো জাতির  ঋণ!!


তত্ত্ব কথায় হবে না, বেকারত্ব যাবে না;
তত্ত্বে শুধু মত্ত হয়ে, সনদ-পত্র নিও না!
কাজ হবে না সনদে, বাড়বে শুধু ঘিন।
এসো হই কারিগর, শুধো জাতির  ঋণ!!