মশা গুলো ধূর্ত হয়েছে, বেড়েছে তাদের কৌশল;
জ্ঞান-বিজ্ঞান শিক্ষা-দীক্ষায় বেড়েছে তাদের ছল!
জাত-কুল-মান বাঁচাতে তারা যুগের সাথে মিলে
নতুন-নতুন কর্মপন্থা আর বুদ্ধির জাল ফেলে!


স্প্রে-কয়েল-মশারী খাটান, সব কৌশল ফেল
শত বাধা পার হয়েও সে দেখায় যাদুর খেল!
চুপটি করে রক্ত শুষে, বেখেয়াল কোমল অঙ্গে
বুঝতে যাতে না পারে কেউ, আরও কত ঢঙে!


আপনি যদি বুঝে ফেলেন, তবু করেন আঘাত-
ফাঁক-গলে পালিয়ে বেঁচে-ই হেসে দেখায় দাঁত!
তার পরেও শতেক বাঁচে, মরে হাজার হাজার;
জন্ম দিচ্ছে লক্ষ-হাজার, বংশ কমে না তার!
মানব বসত কয় দিন হলো; মশা কত আগে-
ধরায় তাদের জনম হলো তবুও বাঁচার মাগে!


মানুষ তুমি যত-ই বল, তারা-ই সৃষ্টির সেরা;
তোমার মাথায় কাঁঠাল ভেঙে নিত্য খাচ্ছে যারা!
তাদের ভয়ে তুমি-ই পালাও; বন্দী থাক খাঁচায়
বীর-বাহাদুর-শ্রেষ্ঠ বল, লাভ কি তোমার বাঁচায় ??
(সংক্ষেপিত)