বিধ্বংসী ক্ষমতা না যদি থাকে বুকে
ভাশুরের নাম নিও না পোড়া মুখে ||


ঐন্দ্রজালিক ক্ষমতায় আষ্টে-পৃষ্ঠে বেঁধে
মোহিনীয় যাদুর প্রভাবে ভুলায়!
নাকি নিজেই ভুলে যাই আপনি সেধে
বাহুডোরে বেঁধে হৃদয় দোলায়!


নিজের অক্ষমতায় পতি রয় দুঃখে
আর কারো সাধ্য নেই রাখে সুখে ||


পাড়া-পড়শির বিশ্বাস হবে না কেঁদে
ললিত হৃদয়ে আর কত কুলায়?
যমুনার জলে মরতে গেলাম জেদে
কি মনে পরাবো ভাশুরের গলায়?


প্রতিহিংসার আগুনে জ্বলি শোকে
দিবো মালা যা বলে বলুক লোকে ||