অপরাধী যেই হোক
সে-ই অপরাধী!
               ছোট-বড় যাই বলি
               যদি থাকে বাদী !
মূর্খ জনের অপরাধে
যদি ছোট ধরি;
               পণ্ডিতের অপরাধে
               পাহাড় সম গড়ি!


মুচি-চণ্ডাল পাপ করিলে
হয়না যে লঘু;
               একই পাপে পূজ্য হয়
               সম্মানীয় ভৃগু!
আমজনতার যদি কেও
নারী সম্ভ্রম লুটে;
               স’বে কয়, হতেই পারে
               প্রেম যদি জুটে!


ধর্মগুরুর কর্ম সাবাড়
হইলি কেন পাপী!
               ছি, ধিক্কার বাজনা বাজে
               ভীত উঠে কাঁপি!
শিক্ষক বিবেক হলেও
তারও প্রেম জাগে;
               শিক্ষা-গুরুর বদান্যতায়
               কার শরম লাগে!


মুক্ত চিন্তায় বড় মানুষ
তার অভিযোগ নাই!
               প্রেম-প্রীতি ভালবাসা
               সেথা দেখি ভাই!
মুচি-চণ্ডাল হলে পাপী
শ্যামের লীলা-খেলা;
               তারুণ্যে করে প্রেম
               বুড়ায় হলে ঠেলা!


লোভ-সম্ভোগ যা বলি
               বিশেষ কারো নয়!
অপরাধ অপরাধ-ই,
               সে যেই হয়।