মরণ! একমাত্র মৃত্যুই পায় তার স্বাদ
জীবন! টলায় মান বন্ধুর গিরি-খাদ!
      জন্ম-মৃত্যু প্রাকৃতিক চলমান প্রক্রিয়া
      অমোঘ নিয়মে গদে বাঁধা পালন-ক্রিয়া!


জন্ম-পূর্ব স্মৃতি স্মরণ নাহি করিতে পার
মাতৃগর্ভে বা পিতৃ-ঔরসে বল তারও!
      শেষে পাড়ি দিবে পরপারে মরণের পর
      সেথা কিবা আদলে অবয়ব নিবে তোর!


মোহ-মায়া ভোগ-বিদ্যার চাহিদা কি রবে
নাকি মৃত্যুই জীবনের ইতি টানে ভবে!
      নানা ধরম নানা মতে নানা তত্ত্ব কথা-
      সর্বলোকের একমতে মিলে নাহি সেথা!


পানিচক্র তথারূপ জীবন চক্র ঘটে-
মহাসাগরের জলকণা মেঘ হয় বটে!
      মুক্ত বায়ে ভেসে বেড়ায় অবনীর পরে
      শীতলতায় ঘনীভূত বৃষ্টি হয়ে ঝড়ে!