সেহেরী খেয়ে নিয়ত করেছি,
হুকুমে তোমার রোজা রেখেছি-
কবুল কর আমার রোজা, এই আমার আবদার।।


দুনিয়া ও আখিরাতের মালিক রহমান,
তোমারই বান্দা আমি গাই যে গুণগান!
রহমতের দশকে তোমার বান্দারে কর রহম,
তোমারই দয়ায় পাই যেন বেহেস্ত হে পরম!
লোভ-লালসা ত্যাগ করেছি,
সরল সত্য পথে চলেছি-
যে পথে তোমার প্রিয় বান্দা-রা হয়ে গেছে পার।।


মাহে রমজানে আছে যত ফজিলত,
দাও গো আল্লাহ দয়ার-ই মারফত!
ইফতার শেষে হাত তুলেছি হয় যেন কবুল,
মাগফিরাতে ভুখা-বান্দায় কেঁদে হয় আকুল!
দুনিয়াদারি ছেড়ে দিয়েছি,
আখিরাতের আশায় আছি-
তা না হলে বান্দা তোমার দয়া আর পাবে কার।।


রোজার মাসে পড়ি গো কোরআন,
দিবা-রাতি গাই তোমারই গুনগান!
বিতাড়িত শয়তান হতে আমায় তুমি বাঁচাও,
তুমি নাযাত দাও হে প্রভু, আমায় নাযাত দাও!
তারাবীহ নমাজ পড়েছি,
ভুলত্রুটি সব ক্ষমা চেয়েছি-
ক্ষমা কর, ক্ষমা করে তুমি এই অধমে নি'ও পর-পার।।