হঠাৎ করেই মর্দন-তেল
               বাজার হতে উধাও!
হন্যে হয়ে খুঁজছে কেউ
               ভোজ্য তেল-টাও।
গেল কোথায় এত তেল
               ভাবছে দেশ-বাসী!
তেল-বীজের সংকট হলো
               কাঁদছে বসে চাষী।
আগামীতে তেলের ফসল
               ফলাবে কি দিয়ে?
ফলের সাথে বীজও গেল
               বংশ-ধ্বংস হয়ে।


টেকো মাথার পেটুকেরা
               টাকার বান্ডিল হাতে!
তেলি-বাড়ী ধর্ণা দিয়ে
               আনা-গোনা রাতে।
যতই লাগুক চাই তারই
               খাঁটি ঘানি-ভাঙা!
লাঠি-সোটা বন্দুক হাতে
               কষে নিত্য দাঙ্গা।


নির্বোধেরা হা-করে সব
               দেখছে আর মরছে!
বড় বড় মিটিং মিছিল
               লাশের জন্য করছে।
এক টেকোর তীক্ষ্ণবাক্য
               কৃষক বাঁচলে তেল!
অন্য পেটুক গম্ভীর-স্বরে
               দেশের জাত গেল।


তেলে-তেলে তেলকাজলার
               মহা-খুশির পার্বণ!
ভাসা তেলে দেশটা হবে
               তেলে অধিরোহণ||