নাড়ির টানে তুচ্ছ দুরত্বজ্ঞান-
            এ-যে এক হৃদয়ের সুদৃঢ় বন্ধন!
শত কষ্ট বাধা বিপত্তি তুফান-
            ডিঙিয়ে ফিরে আদরের ধন।


জীবিকার তাগিদে দুর শহরে-
            অটুট বাঁধনের টানে ম্রিয়মান;
ছুটে চলে গাঁয়ের ছোট্ট ঘরে-
            মায়ের আঁচলে ফিরে আসে প্রাণ।


দুটো দিন মাত্র হাতে রেখে-
            ফিরে যাবে আবার জীবন যুদ্ধে!
শত কষ্ট যাতনা গায়ে মেখে-
            সহযাত্রী বাহকের রুক্ষ-ক্রুদ্ধে।


হে নাড়িপোঁতা গাঁয়ের মাটি-
            পদপাতে শিহরণ জাগে অজান্তে!
দূর-ঠেলে শহরের যন্ত্র ঘাঁটি-
            নব উদ্যমে যখন আসি দিনান্তে।


যে বলে দুর-যাত্রায় কষ্ট দুখ্-
            আরও দুর্বিপাকে যায় জীবন;
সে জন না-বুঝে ঈদের সুখ-
            কষ্ট ত্যাগে প্রশান্তিতে ভরে মন।