মনের সীমানায় কাঁটাতারের বেড়া-
সভ্যতার অতন্দ্র প্রহরী।
সীমানা অতিক্রম করোনা-
                       গুলিবিদ্ধ ফেলানী!
ভালবাসা তোমার প্রাপ্য নয়,
অ-পোক্ত তোমার হৃদয়…..
ওপারে শৃগাল-কুকুরে জড়াজড়ি করে;
জলাতঙ্কের ভাইরাস-বাহী কারও
মতিভ্রম ঘটে যেতে পারে।
অলক্ষ্যে নিশাচর রক্তপিপাসু হানা দিবে-
লাগিয়ে নাও সার্চ-লাইট, এর পরও-
ইলেক্ট্রনিক্স সেন্সিং ডিভাইস।
আজকাল মনকেও আবদ্ধ করতে হয়
পাঁচিল বিহীন অদৃশ্য কয়েদখানায়।