বঙ্গ অরণ্যের রাণী শ্রীময়ী সুন্দরী
অপরূপ সাজালে বিধাতায় আপন মহিমায়;
নৈসর্গিক সাজে বর্ণিল বৃক্ষ মঞ্জরি
যৌবনের রঙিন ভাঁজে-ভাঁজে হৃদয় হারায়।


ভুবন মাতানো গুণবতী কন্যার সাথে
মনের আক্রোশে শোভা-হরা কপট দংশনে;
বুক চিরে রক্ত জ্বেলে বজ্র ফলাতে
দেহখানি কালিমায় ভরে দিবে সুন্দর বনে।


অগণিত বনচারী দিশাহারা বৃক্ষরাজি
কয়লা হয়ে জ্বলে পুড়ে হবে বৈভবের বলি!
বন্ধ কর অপরিণামদর্শী কারসাজি
জাগো, পরিবেশবাদী বিবেকবান উঠ জ্বলি।


কবিবন্ধু ‘ফয়েজ উল্লাহ রবি’-ভাইয়ের অনুরোধে রচিত; সুন্দরবন বাঁচাও আন্দোলন সফল হোক।